উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হলো-
A প্রায় ৬ ঘণ্টা
B প্রায় ১২ ঘণ্টা
C প্রায় ২৪ ঘণ্টা
D চাঁদের তিথি অনুসারে ভিন্ন
Solution
Correct Answer: Option B
সূর্য ও চন্দ্রের আকর্ষণ এবং পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থানে পানি ফুলে উঠে এবং এই ফুলে উঠাকে জোয়ার বলে। প্রকৃতপক্ষে উপকূল থেকে কোনো স্থানে পর পর দুটি জোয়ারের ব্যবধান ১২ ঘণ্টা ২৬ মিনিট।