বরিশালের রুপে মুগ্ধ হয়ে কোন কবি এই নগরকে 'বাংলার ভেনিস' আখ্যা দিয়েছিলেন?
Solution
Correct Answer: Option B
১৯২০ সালে কাজী নজরুল ইসলাম শেরে বাংলা এ কে ফজলুল হকের সাথে বরিশালে আসেন ।প্রচুর নদী,খাল এবং অবাধ সৌন্দর্যের লীলাভূমি বরিশালকে দেখে মুগ্ধ হয়ে 'বাংলার ভেনিস 'উপাধি দেন ।অন্যদিকে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট হেনরি বেভারীজ বরিশালকে 'বাংলার শস্য ভাণ্ডার 'উপাধি দেন ।