কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?
A ১৯৭৪
B ১৯৭৫
C ১৯৭৬
D ১৯৭৭
Solution
Correct Answer: Option C
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম :
- জন্ম- ২৪ মে, ১৮৯৯ খ্রি. ( ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ)।
- মৃত্যু- ২৯ আগস্ট, ১৯৭৬ খ্রি. ( ১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ, ৭৭ বছর বয়সে।
- মৃত্যুর কারণ: পিক্স ডিজিজ নামক মস্তিষ্ক রোগ।
- বাকশক্তি হারিয়ে ফেলেন- ৪৩ বছর বয়সে।
- সমাধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ।
- দাম্পত্য সঙ্গী- প্রমীলা দেবী(আশালতা সেনগুপ্ত), নার্গিস।
- উপাধি- বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি।
- ছদ্মনাম- ধূমকেতু, বুলবুল, রূপকার, কহনল মিশ্র।
- ডাক নাম- দুখু মিয়া, নজর আলী, ব্যাঙ্গাচি, নূরু, তারা ক্ষেপা, হৈ হৈ কাজী।
- প্রাতিষ্ঠানিক উপাধি-
- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট(ডি-লিট) ডিগ্রি প্রদান করে- ১৯৬৯ সালে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট(ডি-লিট) ডিগ্রি প্রদান করে - ১৯৭৪ সালে।
- পুরস্কার- স্বাধীনতা পুরস্কার (১৯৭৭)।
- পদক-
- একুশে পদক: ১৯৭৬ সালে (বাংলাদেশ সরকার কর্তৃক)।
- জগত্তারিণী স্বর্ণপদক: ১৯৪৫ সালে (কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক)।
- পদ্মভূষণ পদক : ১৯৬০ সালে (ভারত সরকার কর্তৃক)।