কোথায় দিন-রাত্রি সর্বদা সমান?

A উত্তর গোলার্ধে

B দক্ষিণ গোলার্ধে

C নিরক্ষরেখায়

D মেরু অঞ্চলে

Solution

Correct Answer: Option C

দুই মেরু থেকে সমান দূরত্বে পুথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বলে। নিরক্ষরেখার অক্ষাংশ ০°। নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই সর্বদা দিন-রাত্রি সমান হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions