বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
A রাজকাঁকড়া
B গন্ডার
C পিপীলিকাভুক্ত ম্যানিস
D স্নো লোরিস
Solution
Correct Answer: Option A
জীবন্ত জীবাশ্ম হলো এমন কতকগুলো জীব যাদের সুদূর অতীতে জন্ম হলেও তাদের বংশধর এখনও বেঁচে আছে এবং আকৃতিগতভাবে খুব একটা পরিবর্তন হয়নি।
প্রাগৈতিহাসিক এই প্রাণীকে ’’জীবন্ত জীবাশ্ম’’ বলা হয় যা প্রায় ৫৫০ মিলিয়ন বা ৫৫ কোটি বছর পূর্বে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে।