Solution
Correct Answer: Option C
৯৫.৬% ইথাইল অ্যালকোহল এর সাথে ৪.৪% পানির মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলে। ৭৮.১০ সে. তাপমাত্রায় এটি উত্তম মিশ্রণে হয়। এটি স্বল্প পরিমাণে মানুষের পানযোগ্য। তবে বর্তমানে ইথাইল অ্যালকোহলের সাথে বিষাক্ত মিথাইল অ্যালকোহল মিশ্রিত ভেজাল রেক্টিফাইড স্পিরিট পাওয়া যায় যা পানের অযোগ্য। এতে মিথানল যোগ করা হয় পানের অযোগ্য করার জন্য।