‘নদীটি উত্তরমুখে প্রবাহিত'- এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?
A মর্যাদা
B প্রত্যঙ্গ বিশেষ
C দিক
D তিরস্কার
Solution
Correct Answer: Option C
ভাষা ও শব্দ নিয়ে গভীরভাবে পর্যালোচনা করলে লক্ষ করা যায় একই ভাষাভাষী মানুষ একই শব্দ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ বা ব্যবহার করছে ।ব্যাকরণে এ ধরনের শব্দ ও প্রয়োগকে বিভিন্ন শব্দের ভিন্নার্থে প্রয়োগ বলে অভিহিত করা হয় । এ ধরনের শব্দগুলোর অর্থ অভিধানে প্রদত্ত অর্থের সাথে সবসময় খাপ খায় না । কারণ এ শব্দগুলো মূলত বাক্যে ব্যবহৃত হওয়ার সময় এর ভাব বদলে গিয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এতে বাক্যের উৎকর্ষ বা অপকর্ষ দুই ই প্রকাশ পায় । যেমন - নদীটি উত্তরমুখে প্রবাহিত ; আমরা মুখ দিয়ে কথা বলি ।