কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
A আজীবন
B আলুনী
C আরক্তিম
D আগাছা
Solution
Correct Answer: Option C
‘আরক্তিম’ হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। আরক্তিম বলতে বোঝায় ঈষৎ রক্তিম। হঠাৎ লজ্জাতে কারো মুখ লাল হলে সেটা প্রকাশে আমরা আরক্তিম শব্দটি ব্যবহার করি।