'ডাক্তার সাহেবের হাতযশ ভালো- - বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে -

A অধিকার অর্থে

B যশ অর্থে

C অভ্যাস অর্থে

D নিপুণতা অর্থে

Solution

Correct Answer: Option D

এই বাক্যে বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে - নিপুণতা বা সুখ্যাতি অর্থে। 
শব্দের প্রয়োগভেদে অর্থ বিভিন্ন ধরনের হয়। যেমন:
- হাত আসা ( দক্ষতা),
- হাত গুটানো ( কার্যে বিরতি),
- হাত ধরা ( আয়ত্তে আসা),
- হাত ছাড়া ( হস্তচু্ত),
- হাত থাকা ( প্রভাব),
- হাতের পাঁচ ( শেষ সম্বল) ইত্যাদি।
তার লেখার হাত আছে - মানে তার লেখার দক্ষতা আছে। অর্থাৎ তার লেখা ভালো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions