নিচের কোনটি নীলিমা ইব্রাহিমের আত্মজীবনী মূলক গ্রন্থ?
A আমি বীরাঙ্গনা বলছি
B বিশ শতকের মেয়ে
C অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি
D বিন্দু বিসর্গ
Solution
Correct Answer: Option D
নীলিমা ইব্রাহিমের আত্মজীবনী মূলক গ্রন্থ - বিন্দু বিসর্গ। তার রচিত উপন্যাসঃ বিশ শতকের মেয়ে, এক পথ দুই বাঁক, কেয়া বন সঞ্চারিণী ইত্যাদি।