রশিদ তার বেতন থেকে ১ম মাসে ১২০০ টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় ১০০ টাকা বেশি সঞ্চয় করেন। সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ কর।
A ১২০০ + (n - ১)১০০
B ১২০০ + ১৩০০ + ১৪০০ + ………+ n
C {(n/২)(২×১২০০ + (n - ১)×১০০}
D উপরের সবগুলো
Solution
Correct Answer: Option B
এখানে a = 1200, d = 100
২য় পদ = 1200 + 100 = 1300, ৩য় পদ = 1300 + 100 = 1400,
সুতরাং ধারাটি = ১২০০ + ১৩০০ + ১৪০০ + ………+ n