Solution
Correct Answer: Option D
- 'অবক্ষয় যুগ' বা 'যুগসন্ধিক্ষণ' নির্দেশ করে: মধ্যযুগ ও আধুনিক যুগ
- এই যুগ সাধারণত 18শ শতাব্দীর শেষভাগ থেকে 19শ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত বিস্তৃত।
- ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের তিরোধানের মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৮৬০ সালে মাইকেলের সদর্প আগমনের মাধ্যমে আধুনিক যুগের সূচনা ঘটে ।
- এ ১০০ বছর সাহিত্য জগতে চলছিল বন্ধ্যাকাল, ফলে এ সময়টুকুকে বলে ‘অবক্ষয় যুগ' বা ‘যুগ সন্ধিক্ষণ।
- এ যুগের খ্যাতিমান কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।