Solution
Correct Answer: Option D
জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ । একজন ছোটগল্পকার, ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন ।
তার পরিচালিত চলচ্চিত্র সোনার কাজল, কাঁচের দেয়ার, বাহানা, বেহুলা, আনোয়ারা, সঙ্গম, জীবন থেকে নেয়া ।
তার রচিত উপন্যাসঃ হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আর কত দিন, কয়েকটি মৃত্যু, তৃষ্ণা ।