একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণীর বেঞ্চ সংখ্যা কত?
A ১৮ টি
B ২০ টি
C ১৫ টি
D ১২ টি
Solution
Correct Answer: Option A
মনে করি, ছাত্র সংখ্যা x
মোট বেঞ্চের সংখ্যা = x/4 + 3
শর্তমতে, x/4+3 = (x-6)/3
x = 60
তাহলে বেঞ্চের সংখ্যা = 60/4 +3 = 18 টি