এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
A ৭২৫ টাকা
B ৯২১ টাকা
C ৫০০ টাকা
D ৬০৫ টাকা
Solution
Correct Answer: Option D
চক্রবৃদ্ধির সুদাসল = P(1 + r)n
P = আসল
r = চক্রবৃদ্ধি মুনাফার হার
n = বছর
∴ ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ পাবেন = ৫০০ × (১ + ১/১০)২
= ৫০০ × (১১/১০)২
= ৫০০ × ১২১/১০০
= ৫ × ১২১
= ৬০৫ টাকা