বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 4 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
A 10 টাকা
B 64.10 টাকা
C 34.20 টাকা
D 98.20 টাকা
Solution
Correct Answer: Option B
চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য = চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা
= {P(1 + r)n- P} - Pnr
= {1000(1 + 10%)4 - P} - 1000 × 4 × 10%
= {1000 × 1.21 - P} - 400
= {1464.1 - 1000} - 400
= 464.1 - 400
= 64.1