এক ব্যক্তি ১০% সরল সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে ২ বছর পর ৪০০০ টাকার সুদ পরিশোধ করেন। তিনি ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছিলেন?

A ৯০০০ টাকা 

B ১৫০০০ টাকা 

C ২০০০০ টাকা 

D ২৩০০০ টাকা 

Solution

Correct Answer: Option C

এখানে,
মুনাফার হার r = 10%= 10/100 = 1/10
সময় n = 2 বছর
মুনাফা I = 4000 টাকা

আসল P =?

আমরা জানি
I = Pnr
⇒ 4000 = P × 2 × (1/10)
⇒ P = (4000 × 10)/(2 × 1)
⇒ P = 20000 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions