৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
A লাভ বা লোকসান কিছুই হয়নি
B ৯০০ টাকা
C ৩০০ টাকা
Solution
Correct Answer: Option C
২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
" ১ " " ১২০/১০০ "
" ৩৬০০ " " (১০০×৩৬০০)/১২০
= ৩০০০ টাকা
∴ লাভ = ৩৬০০-৩০০০ = ৬০০ টাকা
২০% লোকসানে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
" ১ " " " ১০০/৮০ "
" ৩৬০০ " " " ১০০×৩৬০০/৮০
= ৪৫০০ টাকা
∴ ক্ষতি = ৪৫০০-৩৬০০ = ৯০০ টাকা
∴ সব মিলিয়ে লোকসান হয় = ৯০০ - ৬০০ = ৩০০ টাকা