১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত ৩ঃ১ হলে, ঐ গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় কর।

A সোনা ৫ গ্রাম, খাদ ১৫ গ্রাম

B সোনা ১৫ গ্রাম, খাদ ৫ গ্রাম

C সোনা ১০ গ্রাম, খাদ ৩ গ্রাম

D সোনা ৩ গ্রাম, খাদ ১০ গ্রাম

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে, সোনা ও খাদের অনুপাত = ৩ঃ১
এবং গহনার ওজন = ২০ গ্রাম 

∴ অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩+১ = ৪

∴ গহনায় সোনার পরিমাণ = {২০ এর (৩/৪)} গ্রাম 
                             = ১৫ গ্রাম

এবং গহনায় খাদের পরিমাণ = {২০ এর (১/৪)} গ্রাম
                                  = ৫ গ্রাম

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions