‘সত্য সুন্দর দাস’ কার ছদ্মনাম ছিল?

A মোহিতলাল মজুমদার

B মোজাম্মেল হক

C রবীন্দ্রনাথ ঠাকুর

D বিমল ঘোষ

Solution

Correct Answer: Option A

- মোহিতলাল মজুমদার (১৮৮৮-১৯৫২) দেহাশ্রয়ী প্রেমের কবি। তিনি বাংলা সাহিত্যে (বিশেষত কবিতায়) সর্বপ্রথম আরবি ও ফারসি শব্দের সার্থক প্রয়োগ/ব্যবহার করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপনা করেন এবং সত্যসুন্দর দাস ছদ্ম নামে লিখতেন।
- তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য কাব্য : বিস্মরণী, স্মরগরল ও হেমন্ত গোধূলি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions