আরএনএ কত প্রকার?

A

B

C

D

Solution

Correct Answer: Option C

- প্রধান কাজের উপর ভিত্তি করে আরএনএ (RNA) কে মূলত তিন প্রকার হিসেবে ধরা হয়: মেসেঞ্জার আরএনএ (mRNA), ট্রান্সফার আরএনএ (tRNA), এবং রাইবোসোমাল আরএনএ (rRNA)।
- তবে, জেনেটিক বস্তু হিসেবে কাজ করে এমন আরএনএ-কে (Genetic RNA) আলাদা একটি প্রকার হিসেবে গণ্য করা হলে, আরএনএ মোট চার প্রকার হয়
- বিভিন্ন ভাইরাসে, যেমন রেট্রোভাইরাস, আরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions