যাহেদ ১০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানীকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃতমূল্য কত?
Solution
Correct Answer: Option A
ধরা যাক, বইটির প্রকৃত মূল্য x টাকা।
তাহলে, কমিশন = (10/100) * x টাকা।
এবং, বইটির ক্রয়মূল্য = প্রকৃত মূল্য - কমিশন।
অর্থাৎ, 180 = x - ((10/100) * x )
⇒ 180 = x + (x/10)
⇒ 1800 = 10x - x
⇒ 9x = 1800
⇒ x = 1800/9
⇒ x = 200
সুতরাং, বইটির প্রকৃত মূল্য 200 টাকা।