বাস্তু তন্ত্রের উপাদান সমূহের মধ্যে "জড় উপাদান" এর ভাগ কোনগুলো?
A অজৈব বস্তু এবং জৈব বস্তু
B জৈব বস্তু এবং ভৌত বস্তু
C খাদক ও বিয়োজক
D উৎপাদক ও খাদক
Solution
Correct Answer: Option A
** বাস্তুতন্ত্রের উপাদান কে তিন ভাগে ভাগ করা হয়েছে: জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান।
** জড় উপাদান এর ভাগ: অজৈব বস্তু এবং জৈব বস্তু।
** জীব উপাদান এর ভাগ: উৎপাদক, খাদক, বিয়োজক।