Solution
Correct Answer: Option D
- ১৮৬০ সালে বাংলা প্রেস বা বাংলা যন্ত্র নামে ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ব্রজসুন্দর মিত্র।
- ১৮৬৬ সাল পর্যন্ত ঢাকায় মাত্র তিনটি ছাপাখানা ছিল। এই বাংলা যন্ত্রে ১৮৬০ সালে দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ ছাপা হয়।
- ছাপাখানাটির সঙ্গে ঢাকার সাহিত্য বিকাশের বিশেষ ভূমিকা রয়েছে। ঢাকার প্রথম সাহিত্য পত্রিকা ‘কবিতাকুসুমাবলী’ এই প্রেস থেকেই ছাপা হয়।
- ‘ঢাকা প্রকাশ’ ছিল সে যুগে ঢাকার বিখ্যাত সংবাদ সাময়িকী।
- ঢাকা প্রকাশের অফিসও ছিল বাংলা যন্ত্রের কার্যালয়ে।