অগ্ন্যাশয় কোন ধরনের গ্রন্থি?
A প্রভু গ্রন্থি
B মিশ্র গ্রন্থি
C মাস্টার গ্ল্যান্ড
D পজিটিভ গ্র্যান্ড
Solution
Correct Answer: Option B
** অন্তঃক্ষরা বহিঃক্ষরা উপায় হিসেবে কাজ করে বলে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলে।
** নিঃসৃত হরমোনের সংখ্যা সবচেয়ে বেশি এবং অন্যান্য গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে বলে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে।