নিচের কোন পত্রিকার প্রতি সংখ্যার মূল্য ছিল দেড় আনা?
Solution
Correct Answer: Option C
- 'কবিতাকুসুমাবলী' ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা কবিতা সাময়িকী।
- ১২৬৭ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে (মে ১৮৬০) ঢাকার ‘বাঙ্গালা যন্ত্র’ থেকে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। - - - প্রথম বছর এর সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার; তাঁর সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্র মিত্র ও প্রসন্নকুমার সেন।
- পত্রিকার প্রতি সংখ্যার মূল্য ছিল দেড় আনা।
- প্রথমদিকে এর আকার ছিল ‘রয়েল আটাংশির এক ফর্মা’, তৃতীয় সংখ্যা দুফর্মার এবং বারো সংখ্যাটি ছিল মোট ১৭২ পৃষ্ঠার।