'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

A ভ্রমণ কাহিনী

B উপন্যাস

C নাটক

D কবিতা

Solution

Correct Answer: Option B

• কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যে প্রথম পত্রোপন্যাস 'বাধন-হারা' (১৯২৭)
• ১৯২১ সালে 'মোসলেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ।
• এ উপন্যাসের প্রধান চরিত্রঃ নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা ।
• তার রচিত আরো দুটি উপন্যাসঃ মৃত্যুক্ষুধা ও কুহেলিকা । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions