একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যে বিস্তারের দেড়গুণ । এর ক্ষেত্রফল ১৫০ বর্গ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত ?
Solution
Correct Answer: Option B
মনেকরি, একটি 2x অপরটি 3x
ধরি, প্রস্থ =2x সুতরাং দৈর্ঘ্য = 3x, তাহলে ক্ষেত্রফল হবে 6x^2
প্রশ্নমতে, 6x2 = 150 [প্রশ্নে ক্ষেত্রফল 150 দেয়া আছে ]
বা, x2 = 25
x = 5
সুতরাং প্রস্থ = 2×5 = 10 এবং দৈর্ঘ্য = 3×5 = 15
সুতরাং পরিসীমা হবে 2(15+10) = 2×25 = 50 মিটার ।