একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে?
Solution
Correct Answer: Option B
মনে করি, ১ম বৃত্তের ক্ষেত্রফল = πr2
১ম টির ব্যাসার্ধ ২য় টির ব্যাসার্ধের দ্বিগুণ হলে, ব্যাসার্ধ = 2r
২য় টির ক্ষেত্রফল = π(2r)2 = 4πr2
∴ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 4πr2/πr2 = 4 গুণ