পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় উপাদান?
Solution
Correct Answer: Option A
- পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়াম সবচেয়ে বেশি প্রয়োজনীয় উপাদান।
- পটাশিয়াম আয়ন (K+) রক্ষক কোষের ভেতরে ও বাইরে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার মাধ্যমে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে।
- যখন রক্ষক কোষে K+ আয়নের ঘনত্ব বৃদ্ধি পায়, তখন পানি রক্ষক কোষে প্রবেশ করে কোষগুলিকে ফুলে উঠতে সাহায্য করে। ফলে পত্ররন্ধ্র খুলে যায়।
- যখন রক্ষক কোষ থেকে K+ আয়ন বেরিয়ে যায়, তখন রক্ষক কোষ থেকে পানি বেরিয়ে যায় এবং কোষগুলি শুকিয়ে যায়। ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়।