ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
A বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
B মেমোরি চিপ হিসাবে
C চুম্বক ক্ষেত্র হিসেবে
D কার্বন ক্ষেত্র হিসেবে
Solution
Correct Answer: Option C
টেপ রেকর্ডার এবং কম্পিউটার স্মৃতির ফিতার সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। আর ক্যাসেটের ফিতার ক্রোমিয়াম অক্সাইড ব্যবহৃত হয়। যখন ফিতা চালনা করা হয় তখন তা ঘুরে ঘুরে বৈদ্যুতিক ক্ষেত্রের সংস্পর্শে এসে সংরক্ষিত তথ্য প্রেরণ করে।