কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
A রাঙামাটি
B দিনাজপুর
C জয়পুরহাট
D কুমিল্লা
Solution
Correct Answer: Option B
কান্তজিউ বা কান্তজির মন্দির দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তনগরে ঢেপা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটির নির্মাণকাজ শুরু করেন এবং তাঁর পোষ্যপুত্র রামনাথ ১৭৫২ খ্রিস্টাব্দে এর নির্মাণকাজ শেষ করেন।