স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
A জাতীয় স্মৃতিসৌধ
B লালবাগ কেল্লা
C সোনা মসজিদ
D শহিদ মিনার
Solution
Correct Answer: Option D
স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে। এই ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিপি চিতনিশ। ২০ পয়সা মূল্যমানের এই ডাকটিকিটে কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি ছিল।