তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
A চৈতালী ঘূর্ণি
B রক্তের অক্ষর
C বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
D ১৯৭১
Solution
Correct Answer: Option D
-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস ‘১৯৭১’।
-তিনি এটি মুক্তিযুদ্ধ চলাকালীন রচনা করেছিলেন।
-তিনি তার ‘১৯৭১’ উপন্যাসে তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র।
-এই উপন্যাসের মধ্যে লেখক দুটি স্বল্পদীর্ঘ উপন্যাস রচনা করেছেন।
-একটি ‘সুতপার তপস্যা’ অপরটি ‘একটি কালো মেয়ের কথা’।