একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে?
A ড্যাস
B কোলন
C সেমিকোলন
D পূর্ণচ্ছেদ
Solution
Correct Answer: Option B
একটি অপূর্ণ বাক্যের অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয় । যেমন- সভায় সাব্যস্ত হলোঃ একমাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে ।