রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
A ব্যাডেন পাওয়েল
B পল পি হ্যারিস
C আলফ্রেড নোবেল
D হেনরি ডুনান্ট
Solution
Correct Answer: Option D
রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের নাগরিক। রেডক্রস প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি। রেডক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত।