ব্যাখ্যাযোগ্য পদে কোন ধরনের উদ্ধৃতিচিহ্নের ব্যবহার হয়ে থাকে ? 

A একক উদ্ধৃতিচহ্ন 

B দ্বৈত উদ্ধৃতিচিহ্ন 

C ক এবং খ উভয়ই 

D কোনটিই নয় 

Solution

Correct Answer: Option D

এক জনের বক্তব্যের ভিতরে যদি ভিন্ন বক্তব্য উদ্ধৃত হয় তা হলে প্রধান বক্তব্যের ক্ষেত্রে জোড় উদ্ধৃতি চিহ্ন এবং তার অন্তর্গত উদ্ধৃতিতে এক-উদ্ধৃতিচিহ্ন লাগবে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions