Solution
Correct Answer: Option D
মুহম্মদ কাজেম আল কুরায়শী বাংলা সাহিত্যের কায়কোবাদ নামে পরিচিত। কায়কোবাদের " মহাশ্মশান" মহাকাব্য ১৯০৪ সালে প্রথম প্রকাশিত হয়।সমগ্র কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত।গিতীকবিতার ক্ষেত্রে তার প্রতিভা প্রথম জীবনে অশ্রুমালা (১৮৯৫) কাব্য রচনাতে প্রকাশ পেয়েছিল।বিরহবিলাপ (১৮৭০),কুসুমকানন (১৮৭৩) , তার প্রথম জীবনের রচনা।তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে শিব মন্দির (১৯২১),অমিয়ধারা (১৯২৩) ,মহরম শরীফ (১৯৩২) ইত্যাদি উল্লেখযোগ্য।