'তাসের দেশ' নাটকটির রচয়িতা কে?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B দ্বিজেন্দ্রলাল রায়

C অমৃতলাল বসু

D আকবর উদ্দীন

Solution

Correct Answer: Option A

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য নাটক হল তাসের দেশ। এ নাটকটি প্রকাশিত হয় ১৯৩৩ সালে। তার প্রথম নাটক "প্রকৃতির প্রতিশোধ " রচিত হয়েছিল ১৮৮৪ সালে। এছাড়াও উল্লেখযোগ্য নাটক সমুহ হল-রাজা ও রানী (১৮৮৯), প্রায়শ্চিত্র (১৯০৯) ,রাজা (১৯১০) ,ডাকঘর (১৯১২) ,রক্তকরবী (১৯২৪)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions