Solution
Correct Answer: Option A
রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য নাটক হল তাসের দেশ। এ নাটকটি প্রকাশিত হয় ১৯৩৩ সালে। তার প্রথম নাটক "প্রকৃতির প্রতিশোধ " রচিত হয়েছিল ১৮৮৪ সালে। এছাড়াও উল্লেখযোগ্য নাটক সমুহ হল-রাজা ও রানী (১৮৮৯), প্রায়শ্চিত্র (১৯০৯) ,রাজা (১৯১০) ,ডাকঘর (১৯১২) ,রক্তকরবী (১৯২৪)