কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
A অলুক সমাস
B নিত্য সমাস
C প্রাদি সমাস
D উপপদ
Solution
Correct Answer: Option A
-যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে।
-জেমন-গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে =গায়ে হলুদ।