কোন বাগধারা দ্বারা 'ভণিতা' বোঝানো হয়?

A গনেশ উল্টান

B গৌরচন্দ্রিকা

C কূপমণ্ডূক

D টইটুম্বুর

Solution

Correct Answer: Option B

গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ-" ভনিতা"। ভণিতা অর্থু ভূমিকা, সূচনা (ভণিতা না করে বলে ফেল)
গনেশ উলটানো বাগধারার অর্থ-"তুলে নেয়া" বুঝায়।
কুপমন্দদুপ বাগধারার অর্থ-সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন,
টুই টুম্বর শব্দের অর্থ- কানায় কানায় পূর্ণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions