বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে?
A ৪৫ বছর, ৯ বছর
B ২৫ বছর, ৫ বছর
C ৫০ বছর, ১০ বছর
D ৩৫ বছর, ৭ বছর
Solution
Correct Answer: Option A
ধরি,
পুত্রের বয়স x বছর
∴পিতার বয়স ৫x বছর
শর্তমতে,
৫x +৩=৪( x+৩)
বা, ৫x+৩=৪x+১২
∴ x= ৯ বছর
পিতার বয়স=৯×৫=৪৫ বছর