তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কি ত্রিভুজ বলে?
A সদৃশ ত্রিভুজ
B সমান ত্রিভুজ
C সর্বসম ত্রিভুজ
D সমানুপাতিক ত্রিভুজ
Solution
Correct Answer: Option A
কোণ ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশ কোণ বা সদৃশ ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটি কোণ দেওয়া থাকলে যে সব ত্রিভুজ আঁকা যাবে তারা সদৃশ ত্রিভুজ হবে।