Solution
Correct Answer: Option B
সিএফসি এর পূর্ণরূপ হল ক্লোরোফ্লোরো কার্বন(chloro floro carbon)।এটি রেফ্রিজারেটর থেকেও নির্গত হয়।এ গ্যাস ঊর্ধ্ব বায়ুমণ্ডলের ওজন স্তরকে ফুটো করে দেয়।ফলে সূর্যের অতি বেগুনী রশ্মি পৃথিবীতে এসে পরে।ফলে মানুষের নানান ধরনের চর্ম ও ক্যান্সার রোগ হয়।