Solution
Correct Answer: Option A
বায়ুতে প্রায় ২১% অক্সিজেন,৭৮% নাইট্রোজেন এবং ১% কার্বন দাইওক্সাইদ ও আর্গনসহ অন্যান্য গাস (মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন, ওজোন ,হিলিয়াম ,নিয়ন )ইত্যাদি থাকায় একে মিশ্র পদার্থ বলা হয়। পদার্থের সব ধর্মই বায়ুর আছে। যেমন-বায়ু স্থান দখল করে,বল প্রয়োগে বাঁধার সৃষ্টি করে এবং এর ওজোনও আছে। তাছাড়া মিশ্র পদার্থের উপাদনগুলুকে সহজে পৃথক করা যায়।বায়ুর ক্ষেত্রেও যা প্রযোজ্য। যৌগিক পদার্থের উদাহরন পানি এবং মৌলিক পদার্থের উদাহরন-অক্সিজেন।