শূন্য মাধ্যমে নিচের ৩টি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
Solution
Correct Answer: Option B
-১৫৮৯ সালে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর পরীক্ষা দ্বারা প্রমান করেন যে, একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত সব বস্তু হাল্কা বা ভারী একই সময়ে মাটিতে এসে পরে।
-সাধারনত একই উচ্চতা থেকে পড়ন্ত বস্তুটির হাল্কাটি বায়ুর ঊর্ধ্ব চাপ ও ঘর্ষণের বাধাজনিত কারনে ভারি বস্তুটির তুলনায় একটু দেরিতে পরে।
-কিন্তু শূন্য মাধ্যমে বা মুক্তভাবে ভারী বা হাল্কা বস্তু এক সঙ্গে ছেড়ে দিলে উহারা সবকয়টি একসঙ্গে মাটিতে পড়বে।