সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে-
A ২৫ ঘণ্টা
B ২৮ ঘণ্টা
C ২৫ বছর
D ২৫ দিন
Solution
Correct Answer: Option D
সৌরজগতের কেন্দ্রিয় বস্তুপিণ্ড সূর্য একটি মাঝারি ধরনের নক্ষত্র। সূর্যের নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় লাগে প্রায় ২৫ দিন।আবার বৃহৎ বৃত্তাকার পথে প্রায় ২২ কোটি বছরের ব্যবধানে এক বার সূর্য আপন গ্যালাক্সির চতুর্দিকে পরিভ্রমণ করে।