'ম্যাকমোহন' লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?

A পাকিস্তান-আফগানিস্তান

B চীন-তিব্বত

C ভারত-নেপাল

D ভারত-চীন

Solution

Correct Answer: Option D

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সীমান্ত রেখা বা বিভক্ত রেখা হল ডুরাল্ড লাইন। ভারত ও চীনের বিভক্ত রেখা হল ম্যাকমোহন লাইন যা স্যার ম্যাকমোহন কতৃক চিহ্নিত।
বিখ্যাত লাইন সমুহঃ 
ডুরাল্ড লাইন : ১৮৯৬ সালে মোটিমার ডুরাল্ড কর্তৃক চিহ্নিত পাকিস্তান ও আফগানিস্তানে সীমা রেখা । পাকিস্তান এ রেখা স্বীকার করে না ।
ম্যাকমোহন লাইন : স্যার ম্যাকমোহন কর্তৃক ভারত ও চীনের সীমা রেখা ।
র‍্যাডফ্লিক লাইন : ১৯৪৭ সালে স্যার র‍্যাডফ্লিক কর্তিক নিরূপিত ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা ।
ম্যাজিনো লাইন : ফ্রান্স কর্তিক নির্মিত ফ্রান্স ও জার্মানির সীমান্ত রেখা
জিগফ্রিড লাইন : জার্মান কর্তিক নির্মিত ফ্রান্স ও জার্মানির সীমান্ত রেখা ।
অডেরসিন লাইন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান ও পোল্যান্ড নির্মিত সীমারেখা ।
ম্যানারহেইম লাইন : রাশিয়া ও ফিনল্যান্ড সীমারেখা ।
২৪ তম অক্ষরেখা : ভারত ও পাকিস্তানের কাছের সীমারেখা | ভারত এ রেখা মানে না |
৩৮ তম অক্ষরেখা : উত্তর ও দক্ষিন কোরিয়ার সীমারেখা |
৪৯ তম অক্ষরেখা : যুক্তরাষ্ট ও কানাডার সীমারেখা |
৭৭ তম অক্ষরেখা : উত্তর ও দক্ষিন ভিয়েতনামের সীমারেখা | ভিয়েতনাম একত্রিত হওয়ায় এ রেখা এখন নেই |
হিন্ডারবার্গ লাইন : জার্মান ও পোল্যান্ড বিভক্তিকরণ রেখা | ১৯১৭ সালের ১ম বিশ্বযুদ্দের সময় জার্মানরা এ রেখা পর্যন্ত পশ্চাদপসরণ করেছিল |
ম্যাকনামারা লাইন : ভিয়েতনামে যুক্তরাষ্ট কর্তৃক নির্মিত ইলেকট্রিক বেষ্টনী |

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions