মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Solution
Correct Answer: Option A
মধ্যযুগে ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন খণ্ডে বিভক্ত ছিল সমগ্র বাংলা।এ সময়ে গৌর জনপদের সীমানা ছিল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ , নওগাঁ , নাটোর ,মালদহ ,প্সহচিম দিনাজপুর পর্যন্ত । এ জনপদে গড়ে উঠা ধ্বংসাবশেষ আজও সাক্ষী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ আশেপাশের কিছু জেলায় ছড়িয়েছে ।