শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন?
Solution
Correct Answer: Option B
স্পেনিস অঙ্কনশিল্পী, ভাস্কর এবং ছাপচিত্রকর পাবলো পিকাস।স্পেনের দক্ষিণ উপকূলীয় শহরের মালাগায় ১৮৮১ সালের ২৫ অক্টবর পাবলো পিকাসো জন্মগ্রহন করেন।তার বিশ্ব বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে 'দ্য ব্লুম রুম' ওল্ড গিটারিস্ট ,টু নুডুস ,আভাগার, সিটেড বাথার ইত্যাদি ।তিনি ১৯৭৩ সালে প্যারিসে মৃত্যুবরণ করেন।